The post of chairman of Public Service Commission has been vacant for a long time, the chief justice assured a speedy hearing.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস এর মত পরীক্ষার ইন্টারভিউও। পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এবার তার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ। বৃহস্পতিবার তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন। পিএসসিতে ৬ থেকে ৭ জন মেম্বার থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র দুজন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। যে কারণে wbcs থেকে শুরু করে রাজ্য যদি শিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ পিএসসির থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি।