Parth Chatterjee’s bail plea rejected by the High Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করেন ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। কিন্তু এদিনও বন্দি দশা থেকে মুক্তি পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত বর্তমানে যে পরিস্থিতিতে তাতে জামিন মঞ্জুর করা সম্ভব নয়। আদালতে রায়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে পার্থ ও অর্পিতা যখন ইডির হাতে গ্রেফতার হন। তখন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে গয়না-সহ মোট প্রায় ৫৪ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেগুলি সব নিয়োগ দুর্নীতির টাকা বলেই জানায় ইডি। তারপরই আদালতে শুরু হয় তরজা। পারস্পরিক দোষারোপ। পার্থ বলেন টাকা অর্পিতার। অর্পিতা বলেন টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ।