Siliguri sub-district council OBC reserved chairperson general cast candidate! The case is in the High Court
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভুয়ো সংশাপত্র বার করে ভোটে অংশগ্রহণের একাধিক অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে এখনও একাধিক মামলার বিচার প্রক্রিয়া বাকি রয়েছে। আর এবার শিলিগুড়ি মহকুমা পরিষদে সভাধিপতি পদ নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
শিলিগুড়ি মহকুমা পরিষদে সভাধিপতি পদটি ওবিসি সংরক্ষিত ছিল। কিন্তু অভিযোগ ওই পদ দখল করেছেন জেনারেল ক্যাটাগরির প্রার্থী। মামলায় অভিযোগ, বিগত পঞ্চায়েত নির্বাচনে অরুন ঘোষ জেনারেল ক্যাটেগরিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোটে জেতার পর এবার তিনি মহকুমা পরিষদের সভাধিপতি পদে বসেছেন। কিন্তু ওই পদটি ছিল ওবিসি সংরক্ষিত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সওয়ালে বলেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে। কোনও প্রার্থী যে ক্যাটেগরিতে ভোটে অংশ নেবেন তাঁকে সেই ক্যাটেগরির আসনেই পদ গ্রহণ করতে হবে। মামলাকারীর আইনজীবীর আরও দাবি. বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। এদিনের শুনানিতে অবশ্য কমিশনের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই আপাতত কমিশনকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানি।