Bhupatinagar Explosives case angry with the report of the state, the judge summons the OC.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
ভূপতি নগরের বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা পুলিশের ।রাজ্যের কাছে রিপোর্ট তলব ও মামলার কেস ডাইরি তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী কাল মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার পর্যন্ত বিজেপি নেতা তপন মিদ্দা সহ ২০ জন কে মৌখিক রক্ষাকবচ দিলেন বিচারপতি । পাশাপাশি ভূপতিনগর থানার ওসি কে সশরীরে হাজির নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত ।
২০২২সালে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় বিজেপি নেতা তপন মিদ্দা সহ ভূপতি নগরের ২০ জন বিজেপি কর্মীদের বিরুদ্ধে ৪০ টি মিথ্যা মামলা দিয়েছে রাজ্য পুলিশ বলে অভিযোগ । বিজেপির কর্মী সমর্থকরা কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করে আলোতে।
মামলার পরিপেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।আগামী কাল মামলার পরবর্তী শুনানি ।।পাশাপাশি কাল পর্যন্ত তপন মিদ্দা
সহ ২০জন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে কোন কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ মৌখিক নির্দেশ বিচারপতির ।
এদিন রাজ্য পুলিশের দেওয়া রিপোর্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। পুলিশ জানিয়েছে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের রক্ষাকবচ পেলে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। পুলিশের রিপোর্টের পরিপেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য “হাইকোর্ট কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য বসে আছে ?