রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সেলফি তোলা একটা কম্পালসারি পর্যায়ে পড়ে গেছে। গ্রুপে হোক বা ব্যাক্তিগত সেলফি, ঘুরতে যাওয়া হোক বা কোনও অনুষ্ঠান বাড়িতে সেলফি মাস্ট পরিণত হয়েছে। বিভিন্ন পর্যটনকেন্দ্রেও সেলফি জোন সৃষ্টি হয়েছে।একটি সেলফি জোন তৈরি হল রাজ্যে। ‘হাওয়াই চপ্পল’-এর মাধ্যমে তৈরি করা হল এই সেলফি জোন। কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল একটি হাওয়াই চটি, বলা হচ্ছে সেলফি জোন। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জড়িয়ে রয়েছে এই সেলফি জোন তৈরির পিছনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর থেকেই তাঁর পায়ে হাওয়াই চপ্পল।রাজনীতির ময়দান থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী সব জায়গায় হাজির হন হাওয়াই চপ্পল পরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলকে মাথায় রেখে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে, বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই এই সেলফি জোন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।