Hat-trick Knights in IPL,Delhi lost by 106 runs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে টানা তিন ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আওয়ে ম্যাচে দিল্লিকে হারিয়ে দিল গৌতম গম্ভীরের দল। ম্যাচের শুরু থেকেই যে দাপট দেখিয়ে ব্যাটিং শুরু করেছিলেন সুনীল নারিন, তাতেই বোঝা গেছিল আজকে দিল্লির কপালে দুঃখ লাগছে। আদতে হলোও সেটাই। ১০৬ রানে দিল্লিকে হারিয়ে দিল কেকেআর। একই সঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে জয় পেল কলকাতা। ব্যাট হাতে ম্যাচের শুরু থেকেই ধামাকাদার ইনিংস খেলা শুরু করেন সুনীল নারিন। ৩৯ বলে করেন ৮৫ রান। ওপেনার ফিল সল্ট খুব বেশি রান না পেলেও অঙ্ক্রীশ রঘুবংশী মাঠে নেমে যোগ্য সঙ্গীত দেন সুনীল নারিনকে। দুজনে মিলে দিল্লি বোলারদের শাসন করতে থাকেন। ২৭ বলে তিনি করেন ৫৪ রান। শেষ দিকে আন্দ্রে রাসেল নেমে করেন ১৯ বলে ৪১। ৮ বলে ২৬ রানের ট্রেডমার্ক ইনিংস খেলেন রিংকু সিং। সেই সুবাদে ২০ ওভারে নাইটদের রান পৌঁছায় ৭ উইকেটে ২৭২ রানে। একটা সময় মনে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ২৭৭ রানের রেকর্ড ভেঙে দিতে চলেছে কলকাতা। যদিও পাঁচ রান দূরে থেমে যায় নাইটদের ইনিংস। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি দল । দ্রুত দুই ওপেনারকে হারায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এরপর অধিনায়ক ঋষভ পন্থ ২৫ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ট্রিস্টান স্টাব ৩২ বলে ৫৪ রান করেন। কিন্তু দিল্লির ব্যাটসম্যানরা আর কেউই নাইট বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা, দুটি উইকেট নেন মিচেল স্টার্চ। ব্যাট হাতে ৮৫ রানের ইনিংস খেলার পাশাপাশি ৪ ওভার হাত ঘুড়িয়ে ২৯ রান দিয়ে ১ উইকেটে তুলে নেন সুনীল নারিন। সেই সুবাদেই ম্যাচের সেরা হন তিনি। টানা তিন ম্যাচ জিতে লীগ টপার এখন কিং খানের কলকাতা নাইট রাইডার্স।