Gujarat Titans and Delhi Capitals are facing each other in the IPL match on Wednesday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস এবং দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে শুভমন গিলের গুজরাট। সমসংখ্যক ম্যাচে দিল্লির পয়েন্ট ৬। ঘরের মাঠে খেলা হলেও দিল্লি এগিয়ে আছে বলে যাচ্ছে না, কারণ তাদের ধারাবাহিকতার অভাব। ১ ম্যাচ আগে এই গুজরাটকেই তাদের ডেরায় গিয়ে মাত্র ৮৯ রানে অল আউট করেছিল দিল্লি। সেই ম্যাচে অনবদ্য বোলিং করেছিলেন মুকেশ কুমাররা। অথচ পরের ম্যাচেও সানরাইজার্সের বিপক্ষে দিয়েছেন ২৬৬ রান। ওপেনার ওয়ার্নার এখনো ফর্মে ফেরেননি। এদিকে দিল্লি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পাঞ্জাবের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে গুজরাট। তবে সেই ম্যাচেও ব্যাটিং অর্ডার খুব নজর কাড়তে পারেনি। ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলাররা রান পাননি। শেষ দিকে রাহুল তেওয়াতিয়া জিতিয়ে দিয়েছিলেন। ফলে এই ম্যাচে দিল্লির বিরুদ্ধে টপ ও মিডল অর্ডার রানের মধ্যে ফিরুক চাইবেন শুভমন গিল। এখন দেখার গুজরাট আর দিল্লির লড়াইয়ে শেষ হাসি কে হাসে।