Gujarat Titans and Delhi Capitals face each other in IPL on Wednesday in Ahmedabad
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার আইপিএলে আহমেদাবাদে মুখোমুখি গুজরাট টাইটানস এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলই তাদের হয় ম্যাচে জয় পেয়েছে। লখনউ- এর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন দিল্লির হয়ে খেলা অজি ক্রিকেটার ম্যাকগার্ক। অন্যদিকে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে গুজরাট। এক্ষেত্রেও তাদের বিদেশ রশিদ খান একা দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছেন বল জয়। তবে দুই দলের ক্ষেত্রে যেটা মিল, তা হল প্রথম সারির ব্যাটাররা কেউ ম্যাচ জেতাতে পারেনি দলকে। এই অবস্থায় মুখোমুখি দুই তরুণ অধিনায়ক ঋষভ পন্থ এবং শুভমন গিল। দুই ক্রিকেটারই রান পেয়েছেন এবারের আইপিএলে। তবে ওপেনিং নিয়ে সমস্যায় ভুগছে। ওয়ার্নার ফর্মে নেই, তেমন গুজরাটকেও ওপেনিং অর্ডারে বদল আনতে হয়েছে। বোলিং অবশ্য গুজরাটকে এই ম্যাচে একটু এগিয়ে রাখবে। রশিদ খান, মোহিত শর্মা, আজমাতুল্লাহ ওমারজাইরা এবারে ভালোই বোলিং করেছেন , সেখানে কুলদীপ চোট পাওয়ার পর দিল্লির বোলিং আরো দুর্বল হয়েছে। নর্টজে এবারে দিল্লির বোলিং লাইন আপের মুখ ছিলেন, কিন্তু প্রথম থেকে শুরু করে প্রায় সব ম্যাচেই তার ওপর ডেথ ওভারে বুলডোজার চালিয়ে দিয়েছে ব্যাটাররা। যা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে পন্থের। এখন দেখার গুজরাট – দিল্লি লড়াইয়ে শেষ হাসি কে হাসে।