The state government filed an FIR in the GTA teacher recruitment case, former education minister Partha is named in the FIR.
পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পদক্ষেপ রাজ্য সরকারের। স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়। তাতে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জিটিএ নেতা বিনয় তামাং-সহ একাধিক তৃণমূল নেতার।
মঙ্গলবারই জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, এই নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কাছে এক সরকারি আধিকারিক চিঠি দিয়েছেন। তার ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান করবে। সিবিআই আগামী ২৫ এপ্রিল রিপোর্ট জমা দেবে। জিটিএ-কেও সে দিন একটি রিপোর্ট দিতে হবে।