Returning to Calcutta, the Governor replied to the CM, he will not accept Chief Minister’s Didigiri
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠল। বিগত কয়েকদিনে বারবার সামনে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের সংঘাত। কদিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে থানায় অভিযোগ জানিয়েছেন এক মহিলা, তিনি রাজভবনের অস্থায়ী কর্মিও ছিলেন। যখন রাজ্যপালের বিরুদ্ধে মহিলা অভিযোগ জানানো হয়েছিল তখন রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় ছিলেন না। এর মধ্যে বারবারই রাজ্যপালকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা। কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই নির্যাতিতার চোখের জল দেখতে তাঁর খুব কষ্ট লেগেছে। এরই মধ্যে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন মহিলাদের প্রতি তাঁর কুদৃষ্টির অভিযোগ তুলে। এরই মধ্যে কলকাতায় ফিরে সব অভিযোগ উড়িয়ে মুখ খুললেন স্বয়ং রাজ্যপাল। তাঁর মতে, রাজ্যপালকে কখনই নির্বাচনের সময় এভাবে রাজনীতিতে জড়িয়ে দেওয়া কাম্য নয়। মুখ্যমন্ত্রীর দিদিগিরি করছেন, তিনি সেটা মেনে নেবেন না। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু না বললেও মুখ্যমন্ত্রী তাঁকে নিশানা করায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।