Governor-state government conflict continues! Budget session started without Governor’s speech.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন । তবে রাজ্যপালের ভাষণ ছাড়াই তা শুরু হল the নজির থেকে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশ্লেষকরা। আগামী ৮ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৯ ও ১০ তারিখ বাজেটের উপর আলোচনা। এই অধিবেশনের সূচিতে কোথাও রাজ্যপালের ভাষণের কথা উল্লেখ নেই। ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের অভিমত রাজভবন-নবান্ন সংঘাতের জেরে এমনটা হল। তবে রাজ্য সরকারের দাবি, এই অধিবেশন গতবারেরই বর্ধিত অধিবেশন, নতুন নয়।
আগামী মঙ্গলবার ও বুধবার কয়েকটি বিল পেশ হওয়ার কথা। তার পর বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ। মোট ৬ দিনের অধিবেশনে রাজ্যপালের ভাষণের কোনও সূচি নেই। এনিয়ে বিরোধীরা মনে করছেন নতুন অর্থবর্ষে বাজেট পেশের জন্য রাজভবনের অনুমোদন দরকার। তা নইলে বিগত অর্থবর্ষের বাজেট বলেই তা ধরা হয়। যদিও রাজ্য সরকারের দাবি, যেহেতু আগের অধিবেশনের সমাপ্তি ঘোষণা হয়নি, তাই এটি নতুন অধিবেশন নয়। গতবারেরই বর্ধিত অধিবেশন। তাই রাজ্যপালের ভাষণ নিষ্প্রয়োজন। এনিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিশেষ কিছু জানাননি।