রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক TMC state spoke person
ভবানীপুরে এক অনুষ্ঠানে গিয়ে মহাভারতের প্রসঙ্গ টেনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
রাজ্য পালের দাবী ‘মহাভারতে অর্জুনের রথ যেভাবে অক্ষত রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক একইভাবে ভারত নামক দেশটিকেও অক্ষত রেখেছেন মোদী! পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠারও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গলায় এও শোনা গিয়েছে যে, “ভগবত গীতায় লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্যীয় রথ থেকে নেমে মাটিতে পা রাখা মাত্রই, রথটি পুড়ে ছাই হয়ে যায়। কী হল বুঝতে না পেরে কৃষ্ণকে প্রশ্ন করেন অর্জুন। তাতে হেসে কৃষ্ণ জানান, তিনি ওই রথে বসেছিলেন বলেই সেটি এত ক্ষণ পোড়েনি।রাজ্যপাল নিরপেক্ষ, তাঁর মুখে এই ধরনের বক্তব্য ফের একবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের বিরোধীদলগুলি।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমরা আগেও বলেছিলাম যে ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবার নিজেই পরোক্ষে সেটা স্বীকার করে নিলেন। কুণালের কথায়, “নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। নিজের কাজটা নিজে করুন। পরামর্শ দিয়েছেন কুনাল বাবু।