No CCTV footage found, no investigation against any particular person in Raj Bhavan case, said Lalbazar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ঘটনার তদন্তে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে লালবাজার। সেই কমিটি রাজভবনের ওসির আছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল। যা এখনও মেলেনি বলে জানা গেছে। এদিকে, পুলিশ জানিয়েছে, রাজ্যপাল অর্থাৎ কোনও ব্যক্তির বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে না। তদন্ত হচ্ছে ঘটনাটি নিয়ে।
উল্লেখ্য, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত বৃহস্পতিবার বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি।