Congress spokesperson Gaurav Vallabh resigns, joins BJP hours after quitting party
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ বৃহস্পতিবার দলের সমস্ত পদ ও সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। ইসফা দেওয়ার কয়েক ঘন্টা পরই বিজেপিতে যোগ দেন তিনি।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘‘কংগ্রেস দল দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’তারপরেই রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলেছেন গৌরব। তিনি লিখেছেন, আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। তাই কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।
গৌরব অর্থনীতির অধ্যাপক ছিলেন। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে আগমন। এর আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েছেন তিনি এবং দুবারই হেরেছেন। এবার রাজনৈতিক ভাগ্য পরীক্ষা করতে বিজেপিতে যোগ গৌরবের।