An air hostess came from Muscat to Kunnur with one kg of gold hidden in her private parts.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোপনাঙ্গ পায়ুদ্বারে এক কেজি সোনা লুকিয়ে মাস্কট থেকে কুন্নুর এসেছিলেন এক উড়ান কর্মী। কিন্তু ধরা পড়ে গেলেন বিমানবন্দরে। গ্রেফতার করে মহিলাকে আদালতে পেশ করা হয়। আদালত ধৃত ওই মহিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা কলকাতার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই মহিলার নাম সুরভি খাতুন। গত ২৮ মে সুরভি মাস্কট থেকে কুন্নুর বিমানবন্দরে এসেছিলেন। সোনা পাচার যে করা হচ্ছে, সেই খবর আগে থেকেই গোয়েন্দাদের কাছে ছিল। তাঁকে জেরা করেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। পরে নিজেই পায়ুদ্বারে লুকিয়ে থাকা সোনা বের করে দেন সুরভি।৯৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে রাজস্ব বিভাগের গোয়েন্দারা। এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। ভারতে এটাই প্রথম ঘটনা যেখানে একজন উড়ান কর্মী পায়ুদ্বারে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন। তবে তদন্তে জানা গিয়েছে, আগেও একাধিকবার সোনা পাচারের চেষ্টা করেছেন সুরভি। পাচারকারী চক্রের খোঁজ পেতেও তদন্ত চলছে। ধৃত উড়ান কর্মী যে বিমান সংস্থার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে ওই বিমান সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।