The dead body of a young woman was recovered from the forest of Goghat 2 block
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোঘাট ২ ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকার জঙ্গলে রবিবার সকালে স্থানীয়রা এক যুবতীর মৃতদেহ দেখতে পায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্যে আরামবাগ হাসপাতালে পাঠায়। বছর বাইশের মৃত যুবতীর নাম পরিচয় জানা কিছু যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান যুবতীকে খুন করা হয়েছে। কারণ গাছের গোড়ায় মৃতের গলায় ফাঁস দেওয়া ছিল ।জামা কাপর আলুথালু ছিল। মৃতদেহের পাশে একটি ব্যাগ পরেছিল।
পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গোঘাটের রাঙামাটি এলাকায় স্থানীয় একটি জঙ্গলে যুবতির দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তখনই তারা পুলিশে খবর দেয়। মৃতদেহটি বসে থাকা অবস্থায় গলার সঙ্গে বাঁধা দড়ি গাছের সাথে বাঁধা ছিল, তাতেই অনুমান বাইরে থেকে নিয়ে এসে জঙ্গলে সম্ভবত রাতের বেলায় এই যুবতিকে ধর্ষণ করে খুন করে গাছের সাথে বেঁধে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।