FC Goa squandered a chance to win at home. Goa could not save the end of the 2-0 goal until 90 minutes.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে জয়ের অবধারিত সুযোগ নষ্ট করল এফসি গোয়া। ২-০ গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারল না গোয়া। নিশ্চিত জেতা ম্যাচ মুম্বাইয়ের হাতে তুলে দিলেন গোয়ার কোচ। দ্বিতীয়ার্ধের শেষদিকে ডিফেন্সিভ হয়ে গেল গোয়া দল। মাত্র ৬ মিনিটের স্পেলেই তাদের হারিয়ে দিয়ে ৩ পয়েন্ট নিয়ে গেল মুম্বাই। ম্যাচের ১৬ মিনিটেই বরিসের গোলে এগিয়ে গেছিল গোয়া। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যান্ডন। এরপর ম্যাচের শেষ দিকে ব্র্যান্ডনকে তুলে নিতেই খেলায় ফেরে মুম্বাই। এর আগেই অবশ্য আরেক গোলদাতা বরিস এবং বোরহাকেও তুলে নিয়েছিলেন গোয়ার কোচ ম্যানুয়েল মারকুয়েজ। ৯০ মিনিটে মুম্বাইয়ের প্রথম গোল করেন ছাংতে। এর এক মিনিট পরই মুম্বাইকে সমতায় ফেরান বিক্রম প্রতাপ সিং। ৫ মিনিট পর ফের গোল। এবার মুম্বাইয়ের জয়সূচক গোলটি করেন ছাংতে। ফিরতি লেগের ম্যাচের আগে তাই এগিয়েই থাকল মুম্বাই সিটি এফসি।