Many pistol cartridges recovered from Garia, two arrested, including a student of Ashutosh College
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ১টি ওয়ান সাটার, ২টি ৭ এমএম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি, ২৫ বান্ডিল বোমার সুতলি উদ্ধার হয়েছে। ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ দু’জন গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র আশুতোষ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ত। দু’জনের একজন বিজয় হালদার ওরফে ভুতম ও হিরন্ময় নস্কর ওরফে রানা। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ গড়িয়ার বাহান্নপল্লি এলাকায় হানা দেয়। সেখানকার বাসিন্দা হিরণ্ময় নস্করের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি করার পর এই সব পাওয়া যায়।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) ফয়সল বিন আহমেদ জানান, শুধু অস্ত্র উদ্ধারের ঘটনাই নয়। ধৃত বিজয়ের বিরুদ্ধে আরও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ২০১৯ সালে তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। ওই মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে পুলিশ। কোথা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র হিরণ্ময়ের বাড়িতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। হিরণ্ময় ও বিজয়কে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে।