Multiple illegal constructions in Gardenrich, Mayor admits illegal constructions by burning ponds
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দেদার একটার পর একটা জলাভূমি বুজিয়ে গার্ডেনরিচ এলাকায় চলছে বেআইনি নির্মান। রবিবার রাতে বহুতল ভেঙে পড়ার পর রাগে এমনই দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ শাসক দলে ঘনিষ্ট প্রমোটাররা বিনা বাঁধায় বেআইনি নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। এই রকম বেআইনি বহুতল অনেক আছে এই এলাকায়।
যার এলাকায় এই ঘটনা ঘটেছে সেই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বেআইনি নির্মানের কথা স্বীকার করেছেন। পুরো বিষয়টি বামেদের ঘাড়ে ফেলে দেন। বাম আমল থেকে হচ্ছে বলেন।
এমনকি কাউন্সিলর, চেয়ারম্যান সবাই জানতেন যে নির্মানটি বেআইনি। কিন্তু প্রশ্ন এখানেই সবাই সব কিছু জানার পরেও পৌরসভা কেন বাঁধা দিল না? সেই উত্তর নেই কারোর কাছে।
টাকার বিনিময় একাধিক বেআইনি প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের পৌর প্রতিনিধিদের বিরুদ্ধে। প্রশ্ন অনেক, জবাব নেই।