Three days after the Gardenrich accident, Sheru Nizami was not found
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকে বৃষ্টি, তার মধ্যে নিখোঁজ শেরু নিজামির সন্ধানে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে চলেছিল উদ্ধারকাজ। কিন্তু খুঁজে পাওয়া গেল না তাঁকে। তাই আপাতত এখন উদ্ধারের কাজ বন্ধ গার্ডেনরিচের আজাহার মোল্লা বাগানে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে।এলাকার বাসিন্দারা উদ্ধারকারীদের জানিয়েছেন, নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির কাছে ছিলেন শেরু। তাই সিঁড়ির আশপাশের জায়গার উপর গুরুত্ব দিয়ে খোঁজ চালায় উদ্ধারকারীরা। এনডিআরএফের প্রশিক্ষণ কুকুর প্রথমে গর্তের ভিতর দিয়ে ঢুকে নজর চালায়। এর পর সার্চ ক্যামেরা তথা ভিকটিম লোকেটিং ক্যামেরা ভিতরে প্রবেশ করিয়ে তন্নতন্ন করে খোঁজা হয়।ধ্বংসস্তূপে কোথাও শেরু নিজামি বা অন্য কারও সন্ধান না মেলায় সন্ধ্যের পর অস্থায়ীভাবে উদ্ধারের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংস্থাগুলো। কারণ যে অবস্থায় ধ্বংসস্তূপ রয়েছে, তাতে ভিতরে প্রবেশ করে কাজ করা তাঁদের পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে উদ্ধারকারীদের জন্যে। তাই কলকাতা পুলিশ ও পুরসভাকে জানিয়ে দেন তারা। তিনদিন ধরে টানা চেষ্টার পরও কোনও জীবিত বা মৃত ব্যক্তির সন্ধান তাঁরা পাননি।পুরসভাকে জানানো হয়েছে, আপাতত ধ্বংসস্তূপ সরানো হোক। প্রয়োজনে পরে ফের উদ্ধারকাজ শুরু হবে। যদিও এই খবর আজাহার মোল্লা বাগান এলাকায় ছড়িয়ে পড়ার পর হতাশ এলাকার বাসিন্দারা। এতে ভেঙে পড়েছেন শেরু নিজামির পরিবারের লোকেরাও। তবুও আশা ছাড়েননি শেরুর পরিবারের এক সদস্য তারা জানান ধ্বংসস্তূপ সরিয়ে মিলতে পারে শেরুর সন্ধান।