The Indian cricket team’s reserve bench was proved in the India-England series
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চ তৈরি সেটাই প্রমাণ হয়ে গেল ভারত-ইংল্যান্ড সিরিজে। একদিনের ক্রিকেটের ক্ষেত্রে আরেকটু অভিজ্ঞতা হয়ত লাগবে ক্রিকেটারদের, তবে টেস্টে যে ভারত বিরাট-রোহিত পরবর্তী বিকল্প পেয়ে গেছে তা বলাই যায়। যশস্বী জয়সওয়াল মাত্র সাতটি টেস্ট খেলে তার মধ্যে ৮৬১ রান। এর মধ্যে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরান করেছেন। তিনটি শতরানের মধ্যে দুটি কনভার্ট করেছেন দ্বিশতরানে। ওপেনিংয়ে তিনি এখন ভারতের অপরিহার্য অঙ্গ টেস্টে, তা আলবাত বলাই যায়। এরপর আসা যাক তৃতীয় টেস্টে অভিষেক হওয়া দুই ক্রিকেটারের পারফরমেন্সে। সরফরাজ খান দলে সুযোগ পেয়েই নিজের প্রথম টেস্টে দুই ইনিংসে অর্ধশতরান করেছেন। প্রথম ইনিংসে রান আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকেছেন। দুই ইনিংসেই বড় রানে কনভার্ট করার সুযোগ ছিল তার কাছে। কিন্তু ভাগ্যের জেরে আর হয়ে ওঠেনি। তৃতীয় টেস্টে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার ধ্রুব জুড়েল প্রথম ইনিংসে করেছিলেন ৪৬ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও উইকেটের পিছনে খুব খারাপ খেলেননি। শুরুর দিকে কিছুটা স্নায়ুচাপে ভুগলেও আসতে আসতে নিজেকে সামলে নিয়েছেন। করেছেন স্টাম্প, নিয়েছেন ক্যাচও। যদিও তাদের আসল পরীক্ষা অবশ্যই সেনা দেশগুলোয়। বোলিংয়ে ভারতের হাতে বিকল্প প্রচুর। স্পিনে যেমন আছেন কুলদীপ, অক্ষর, ওয়াসিংটন সুন্দর, জাদেজা, তেমন বোলিংয়ের ক্ষেত্রেও বুমরাহ, সিরাজের পাশাপাশি মুকেশ কুমার, আকাশ দীপ, আবেশ খানরা। ফলে বিরাট, রোহিত পরবর্তী ভারতীয় দল যে এখন অনেকটাই তৈরি সেকথা ইংল্যান্ড সিরিজ থেকেই পরিষ্কার হয়ে গেল।