Former Union Minister Birendra Singh left BJP before the Lok Sabha elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বিজেপি ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহ। সোমবারই জানিয়ে দেন বিজেপির দেওয়া প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন তিনি। এরপরই জানা যায়, কংগ্রেসে যোগ দিয়ে চলেছেন হরিয়ানার এই নেতা। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহ। সোমবারই জানিয়ে দেন বিজেপির দেওয়া প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন তিনি। এরপরই জানা যায়, কংগ্রেসে যোগ দিয়ে চলেছেন হরিয়ানার এই নেতা। ২০১৪ সালে বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটে বিপুল জনসমর্থন পেয়েছিলেন। জিতে লোকসভায় গেছিলেন। হয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীও। সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছেন বিজেপির। কিন্তু এরপর আর তাকে নির্বাচনে লড়ার টিকিট দিতে চায়নি বিজেপি। তাতেই ক্ষোভ বর্ষীয়ান এই নেতার। অবশ্য অতীতে বিজেপির টিকিটে তার স্ত্রী, পুত্র নির্বাচনে দাঁড়িয়েছিলেন।