Lance Klusener is in charge of the Lucknow team
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: লখনউ সুপার জায়ান্ট দলের সহকারী কোচের পথে এলেন সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজেনার। ২০২৪ আইপিএল লখনউ শিবিরের সহকারী কোচের পদ সামলাবেন প্রোটিয়াদের এই প্রাক্তন অলরাউন্ডার। একসময় ক্রিকেট বিশ্বে দাপিয়ে খেলেছেন এই অলরাউন্ডার। করতেন অনবদ্য বোলিং, সঙ্গে পিঞ্চ হিটিং ব্যাটিং। যদিও ৯৮এর বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে জেতাতে না পারার আক্ষেপ তার সব সময় থাকবে। তবে লখনউ দলে অস্ট্রেলিয়ান জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন তিনি। লখনৌ শিবিরের হেড কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন বাহাতি ব্যাটার জাস্টিন ল্যাঙ্গার। ল্যান্সের তত্ত্বাবধানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে গুয়ানা দল । সেখানে সামার জোসেফের সঙ্গে কাজ করেছেন ল্যানস। মার্ক উডের বদলি হিসেবে লখনউ দলে যোগ দিচ্ছেন জোসেফ। এদিকে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে দলের কোচিং এর দায়িত্ব সামলেছেন ক্লুজেনার। ভারতের ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরা দলেরও দায়িত্ব সামলেছেন প্রোটিয়াদের এই প্রাক্তন ক্রিকেটার।