Dissatisfaction with PSG, Mbappe left the field in the VIP box
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রিয়েল মাদ্রিদে কিলিয়ান এমবাপে যে যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। মোনাকোর বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইনের এই তারকা ফুটবলারের স্বপ্রতিভা দেখালো না। বাধ্য হয়েই প্রথমার্ধের শেষে তাকে তুলে নিলেন পিএসজির কোচ লুইস এনরিকে। এরপর পুরনো ক্লাব মোনাকোর সমর্থকদের দিকে তাকিয়ে অভিবাদন জানান ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ডাগআউটে অপেক্ষা না করে বদলি হওয়ার পর সরাসরি চলে যান ভিআইপি বক্সে পরিবারের সঙ্গে বসতে। গত ম্যাচেও ৬৫ মিনিটে রেনেসের বিপক্ষে তাকে তুলে নেওয়া হয়েছিল। ফলে পিএসজি শিবির যে এমবাপেকে ছাড়া দলের কম্বিনেশন তৈরি করে নিচ্ছে তা বলাই বাহুল্য। কোচ লুইস এনরিকেও জানিয়েছেন এমবাপেকে ছাড়া দলকে জিততে হবে। সেই কারণেই তাকে সাবস্টিটিউট করা হচ্ছে। উল্লেখ্য মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র হয় পিএসজির ম্যাচ।