East Bengal signed homegrown footballer Felicio Brown
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ডার্বির আগে লালহলুদে নতুন বিদেশী আনার তোরজোর। ভাজকুয়েজের কথা আগেই ক্লাবের তরফে ঘোষণা করা হয়েছে। কোচের পছন্দ হওয়ায় তাকে দলে নেওয়া হচ্ছে। ফলে ফিটনেসের বিষয়টি কোচের ওপরই ছাড়ছে ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা। কার্লেস যেই বিদেশীকেই নেয়, সেই বিদেশী ক্লিক করবেই। তা এতদিনে বুঝে গেছেন কর্তারা। এদিকে আরও এক স্ট্রাইকারের খোজ চলছে লালহলুদের। শনিবার ডার্বি দিয়েই শুরু হচ্ছে আইএসএলের দ্বিতীয় পর্ব। আইএসএলে ভালো পারফরমেনস করতে গেলে একজন পজিটিভ স্ট্রাইকার প্রয়োজন। স্রেফ মাঝমাঠে ভিক্টরকে দিয়ে হবে না। গোল চেনা স্ট্রাইকার প্রয়োজনের ক্লেইটনের সঙ্গে। শেষ পর্যন্ত জার্মানির বংশোদ্ভুত ফুটবলার ফেলিসিও ব্রাউনকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। বর্তমান কোস্টা রিকার জাতীয় দলে খেলেন এই ফুটবলার। চাইনিজ সুপার লিগে এর আগে খেলছিলেন ব্রাউন। 32 বছর বয়স। ফলে তিনি ফিট থাকলে যে দল বহুদিন তার সার্ভিস পাবে, সেকথা বলাই বাহুল্য। পজিটিভ স্ট্রাইকারের মতোই খেলেন তিনি। পড়েন 10 নম্বর জার্সিও। লালহলুদেও যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন, তাহলে আইএসএলে লালহলুদ মশাল যে জ্বলবে, তা বলাই বাহুল্য। বিদায় জানানো হল সিভেরিওকে। ডার্বির আগে নতুন করে ফুটবলারদের শেখানোর কিছুই নাই। তাই ম্যাচের আগে স্রেফ ফিনিশিং টাচ এবং ভোকাল টনিকেই জোর দিতে চলেছেন কার্লেস কুয়াদ্রাত।