Football calendar released by AIFF
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ মরসুমের জন্য ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করল এআইএফএফ। আগামি মরসুমে ডুরান্ড কাপ দিয়েই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের লড়াই। আগামি মরসুমে একইসঙ্গে চলবে আইএসএল এবং সুপার কাপ। সেই সময়ই চলবে আইলিগ। ২৬ জুলাই ২০২৪ থেকে ৩১ অগাস্ট ২০২৪ পর্যন্ত চলবে আগামি মরসুমের ডুরান্ড কাপ। বর্তমানে ডুরান্ড কাপ রয়েছে বাংলার দল মোহনবাগানের কাছে। ১লা অক্টোবর ২০২৪ থেকে ১৫ই মে ২০২৫ সালের মধ্যে আয়োজিত হবে সুপার কাপ, যা অতীতে ফেডারেশন কাপ নামেও পরিচিত ছিল। বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন বাংলার ইস্টবেঙ্গল ক্লাব। ১৯ অক্টোবর থেকে শুরু হবে আইলিগ, চলবে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত। মহিলা লিগ চলবে অক্টোবর থেকে আগামি এপ্রিল মাস পর্যন্ত। মঙ্গলবারও ঘোষণা করল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যদিও আইএসএল শুরুর তারিখ এখনও জানাতে পারেনি ফেডারেশন। চলতি আইএসএল শেষে পরেই আগামি মরসুমে প্রতিযোগিতা শুরুর দিনক্ষণ জানিয়ে দেবে এআইএফএফ এবং এফএসডিএল।