December 5, 2024 3:03 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 5, 2024 3:03 pm

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Football : ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় ফুটবল দল

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
football#indian team#aims#

Despite being knocked out of the AFC Asian Cup, India’s coach Igor Stimach is not giving up.

বিদেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ থেকে ছিটকে গেলেও হাল ছাড়ছেন না ভারতের কোচ ইগর স্টিম্যাচ। এবারের এশিয়ান কাপে একটিও গোল বা পয়েন্টের দেখা পায়নি ব্লু টাইগার্সরা। সঙ্গ দিয়েছে শুধুই এক রাশ ব্যর্থতা। সাফল্য তো দুরস্ত। দলের মধ্যে কোনও বাঁধনই লক্ষ্য পড়েনি। যদিও স্টিম্যাচ বলছেন, তিনি দলকে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে তুলবেন। কিন্তু তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়ে বা কতটা বাস্তবে লাভ হবে, যদিও গ্রাসরুট থেকেই কোনও উন্নতিই না থাকে। ভবিষ্যতের ভারতীয় দলের তো করুণ অবস্থা এশিয়ান গেমসেই প্রকাশ পেল। গতি, স্কিল বা পাওয়ার কোনও বিভাগেই অস্ট্রেলিয়া, উজবেকিস্তান বা সিরিয়ার সঙ্গে সমানে সমানে লড়াই দিতে পারলেন না ছাংতে, শুভাশিসরা। সুনীল ছেত্রীই বা আর কতদিন এক টানবেন। গোটা দেশে এতদিনেও কেন কোনও ভালো স্ট্রাইকার উঠে আসল না। স্টিম্যাচ বারবার আইএসএলের দলগুলিতে ভারতীয় স্ট্রাইকার খেলানোর কথা বলে থাকেন। কারণটাও যথেষ্টই যুক্তিসম্মত। কারণ আক্রমনভাগে ভালো ফুটবলার না পেলে, ভারতীয় দলের অবস্থা এমনই থাকবে। শর্টকাট পথ নেওয়ার জন্য ভারতীয় বংশদ্ভুত ফুটবলারদের খেলানোর ভাবনা রয়েছে ফেডারেশনের। কিন্তু দেশে যদি ভালো ফুটবলার না উঠে আসে, তাহলে আদৌ কি ওসিআই কোটার ফুটবলার নিয়ে এসে খুব একটা লাভ হবে। ছোটদের এশিয়ান কাপে ভারতীয় দল তো অনেকসময় যোগ্যতাই অর্জন করতে পারে না। ফলে সিনিয়রদের থেকে এশিয়ান কাপে ভালো পারফরমেন্স আশা করাও অনুচিত। গতবার এশিয়ান কাপে অন্তত ভারত তিন পয়েন্ট পেয়েছিল, চারটি গোলও করেছিল। কিন্তু এবার পয়েন্ট বা গোলের খাতা কোনওটাই তো খুললই না, উল্টে গতবারের তুলনায় আরও বেশি গোল হজম করতে হল। স্টিম্যাচ বলছেন বটে দলকে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে তুলবেন, কিন্তু আদৌ তিনি পারবেন তো। কারণ তারও যে হাত বাঁধা। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার যদি এখন ঘুম ভাঙে, তাহলে অবশ্যই আইএসএলের ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসে সুদুর প্রসারি সিদ্ধান্ত নেবে। অন্যথায় আরও একটা এশিয়ান কাপে ব্যর্থতার অপেক্ষাই করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top