The eastbengal team management is not making any changes in the team as the striking duo has clicked.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : স্ট্রাইকিং জুটি ক্লিক করে যাওয়ায় আর দলে কোনও পরিবর্তন করছে না লালহলুদ টিম ম্যানেজমেন্ট। প্রথমে সিভেরিওকে ছাড়া নিয়ে কথাবার্তা চললেও তিনি থাকছেন। দল ছেড়ে গোয়ায় যাচ্ছেন বোর্হা হেরেরা। তিনি দলের মাঝমাঠের স্তমভ ছিলেন। কিন্তু সাউল ক্রেসপোরা যে ফুটবলটা সুপার কাপে দিয়েছেন তাতে লালহলুদ কর্তারা বোর্হাকে ছাড়ার ঝুকি নিয়েই ফেলেছেন। তার পরিবর্ত হিসেবে অবশ্য যাকে নিয়ে আসা হচ্ছে তিনি লিওনেল মেসির এক সময়ের সতীর্থ। ভিক্টর ভাজকুয়েজ স্প্যানিশ মিডফিল্ডার। বয়সটা একটু বেশি, ৩৭। কিন্তু ক্লেইটন যেভাবে দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে বয়স স্রেফ এক সংখ্যা মাত্র। তাতে লালহলুদ হেডস্যারও যথেষ্টই আত্মবিশ্বাস পাচ্ছেন। আর তিনি যেই ফুটবলারদের নিয়ে এসেছেন শেষ কয়েক মাসে তারা কেউ ফেল করেনি। জর্ডন এলসে চোট না পেলে তিনি দলের বড় সম্পদ হতেন। হিজাজি মাহেরকেও পছন্দ করেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তার পারফরমেন্সে যথেষ্টই উচ্ছসিত লালহলুদ শিবির। ফলে বার্সেলোনার প্রাক্তন ফুটবলার ভিক্টর যদি সম্পূর্ণ ফিট থাকেন তাহলে কলকাতার ময়দানের অন্যতম সেরা বিদেশী যে তিনি হতে চলেছে তা বলাই বাহুল্য। যদিও বহু এমন তারকাই কলকাতায় খেলে গেছেন। যার মধ্যে রয়েছে লুইস গার্সিয়া, হেলডার পোস্তিগাও। যদিও তারা কেরিয়ারের পড়ন্ত বিকেলে এসে অতটা নজর কাড়তে পারেননি। সেই বিষয়টি একটু হলেও ভাবাচ্ছে লালহলুদ সমর্থকদের। তবে ডার্বিতে ভিক্টরকে পাওয়া যাচ্ছে না। পাঁচ বিদেশী নিয়েই মোহনবাগানের বিপক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল।