December 2, 2024 2:12 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 2:12 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Football:পিএসজি ছেড়ে রিয়ালের পথে এমবাপে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Mbappe left PSG for Real

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদের পথে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। ঠিকঠাক চললে চলতি মরসুম শেষেই ফ্রান্স থেকে স্পেনে পারি জমাতে চলেছেন ফরাসি সুপারস্টার। ইতিমধ্যেই বর্তমান ক্লাব ।পিএসজিকে এমবাপে জানিয়ে দিয়েছেন, তিনি আর চুক্তি পুনর্নবিকরণ করবেন না। অর্থাত্ কোনও ভাবেই যে দেশের ক্লাবে খেলবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এর আগে দুবার রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব এসেছিল। যখন তার ১৩ বছর বয়স, তখন রিয়াল অ্যাকাডেমির তরফ থেকেও তার বাবার কাছে এসেছিল স্পেনে রিয়াল মাদ্রিদের ছেলেকে নিয়ে আসার সুযোগ। সেই সময় রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন ফরাসি কিংবদন্তী জিনেদিন জিদান। সেই সময় আর তার যাওয়া হয়নি। এরপর ২০২২ সালেও রিয়াল মাদ্রিদ, এই ফরাসি তারকাকে দলে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল। বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিতেও রাজি ছিলেন ফিওরেন্তিন পেরেজ । কিন্তু তখনও এমবাপেকে না ছাড়ার ব্যাপারে সিদ্ধান্তেই অনড় ছিলেন পিএসজি কর্তারা। ছোটবেলা থেকেই রিয়ালে তার খেলার স্বপ্নের কথা অতীতে বহুবার বলেছেন ফরাসি তারকা। শেষ মেষ এবার সুযোগ এসেছে এমবাপের কাছে। চলতি মরসুমরে শেষেই তার সঙ্গে পিএসজির সাত বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে ফ্রি প্লেয়ার হয়ে যাবেন তিনি। একই সঙ্গে তার কোনও দলেই যোগ দেওয়ার ক্ষেত্রে আর বাধা থাকবেনা। আর এমবাপে ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ায় ট্রান্সফার ফি বাবদ আর কোনও অতিরিক্ত অর্থ অপচয় করতে হবে না রিয়াল মাদ্রিদকে। বর্তমানে রিয়াল মাদ্রিদের আক্রমন ভাগ যে কোনও দলের কাছেই ত্রাস। ভিনিসিয়াস জুনিয়র, জুডে বেলিংহ্যামের সঙ্গে রয়েছেন রডরিগো। এবার দোসর কিলিয়ান এমবাপে। রিয়ালে আগামি মরসুমের গালাটিকোর প্রবেশের সঙ্গে সঙ্গেই যে লস ব্ল্যাঙ্কোসদের ভবিষ্যত্ সুনিশ্চিত হয়ে যাবে তা বলাই বাহুল্য। রোনাল্ডো, বেল, বেঞ্জিমাদের চলে যাওয়ার পর থেকেই কিছুটা অভিজ্ঞতার অভাবে ভুগছিল রিয়ালের আক্রমনভাগ। সেখানে ২৫ বছর বয়সি এমবাপে যোগ দিলেন বাকি তিনজনের মধ্যে তিনিই হবেন সব থেকে সিনিয়র, তাও মাত্র ২৫ বছর বয়সেই। ফলে আগামি ৮-১০বছর যে রিয়ালের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হবে না ফিওরেন্তিন পেরেজকে, তা বলাই যায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top