first underwater metro in kolkata started journey on Friday, On the same day, 3 routes of metro services were launched.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শুক্রবার সকালে গঙ্গার নিচ দিয়ে চাকা গড়াল মেট্রো রেলের। কলকাতা তো বটেই দেশে প্রথমবার কোনও নদীর নিচ দিয়ে চললো মেট্রো।শুধু হাওড়া থেকে এসপ্ল্যানেড নয়, এক সঙ্গে তিনটি রুটের মেট্রো চালু করল কলকাতা মেট্রো। এসপ্ল্যানেড – হাওড়া ময়দান, জোকা – মাঝেরহাট এবং কবি সুভাষ(নিউ গড়িয়া)–হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুটের মেট্রো যাত্রী নিয়ে পথ চলা শুরু করেছে।
গত ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে তিনটি রুটের উদ্বোধন করেন। তার পর সাংবাদিক সম্মেলন করে মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করে, শুক্রবার থেকে এই তিনটি রুটে যাত্রী পরিষেবা শুরু হবে। সেই মতো আজ প্রতিটি স্টেশনগুলিতে ব্যস্ততা ছিল চরমে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে দুই প্রান্ত থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাতটায়। শেষ মেট্রো ছাড়বে রাত পৌনে দশটায়। ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর রয়েছে ট্রেন। অন্যদিকে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে আজই। সকাল ৯টা থেকে বিকেল ৪টে ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। দুটি মেট্রোর মধ্যে ব্যবধান হবে ২০ মিনিট। জোকা থেকে মাঝেরহাটের রুটেও শুরু হচ্ছে যাত্রা। এই রুটে মেট্রো চলবে প্রায় ২৫ মিনিট অন্তর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টে ৩৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বন্ধ দুই রুটের পরিষেবা