Appreciation of the country’s number one chess player Pragyananand’s fight, the finance minister’s praise for his success in sports
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিততে না পারলেও সর্বস্তর থেকেই কুর্নীশ জানানো হয়েছে দাবাড়ু প্রজ্ঞানন্দকে। এবার আসন্ন লোকসভা ভোটের আগে দেশের অন্তর্বর্তী বাজেট পেশের সময় দেশের এক নম্বর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রজ্ঞানন্দের পাশাপাশি এশিয়ান গেমস,প্যারা এশিয়াডে ভারতের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। নতুন সংসদ ভবন থেকে বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “এশিয়ান গেমসে ইতিহাস গড়েছে ভারত। সব থেকে বেশি পদক এবার আমরা পেয়েছি। দেশের একনম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে কঠিন লড়াই দিয়েছে। ২০১০ সাল পর্যন্ত দেশে গ্র্যান্ডমাস্টার সংখ্যা ছিল ২০জন। এখন তা ৮০ পার করে গিয়েছে। এদিনের বাজেটে দেশের একনম্বর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের কথা আলাদা করে বলেন তিনি। ২০২৩-র অগস্টে, দাবা বিশ্বকাপ ফাইনালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে টাই ব্রেকারে হেরে যান প্রজ্ঞানন্দ। ম্যাগনাস কার্লসেনে কাছে 18 বছরের দাবাড়ু হার মানলেও প্রজ্ঞানন্দের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে খেলেছেন ১৮ বছর বয়সী রমেশবাবু প্রজ্ঞানন্দ।