World Cup 2026
Mexico, Canada and the United States will jointly host the next World Cup
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বেজে গেল ফিফা বিশ্বকাপের দামামা! অপেক্ষা মাত্র দু বছর।বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬ সালে । মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত ভাবে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর হোমগ্রাউন্ড আজতেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ।২০২৬ বিশ্বকাপ ৪৮ দলের tournament। ১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ দল নিয়ে। ধীরে ধীরে ৩২ দলের টুর্নামেন্ট হয়। ২০২৬ বিশ্বকাপে প্রথম বার ৪৮ দল অংশ নেবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ। ১১ জুন Mexico পর ১২ জুন দুটি ম্যাচ। কানাডা খেলবে বিএমও মাঠে, মার্কিন যুক্তরাষ্ট্র নামছে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে।
কানাডায় হবে সব মিলিয়ে ১৩টি ম্যাচ হতে চলেছে। ফাইনাল নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। ফিফার সোশ্যাল মিডিয়া পেজ এবং ফিফা প্লাসে সূচি ঘোষণার লাইভ দেখানো হয়। বিশ্বকাপ শুরুর দিন ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো(Gianni Infantino)। উপস্থিত ছিলেন কানাডার সিঙ্গার, র্যাপার ড্রেক।