The administration has to choose specific areas to hold protests, High Court orders on ‘Delhi Abhiyan’
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
মঙ্গলবার কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান ঘিরে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের সীমানা কার্যতই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। মঙ্গলবার হাইকোর্টে কৃষক বিক্ষোভ সংক্রান্ত বিষয়ে দুটি ভিন্ন মামলার শুনানি ছিল। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ, প্রতিবাদীদের নির্দিষ্ট কিছু এলাকা বেছে দিতে হবে প্রশাসনকে।
পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, ‘বাক ও মত প্রকাশের মৌলিক অধিকার আছে কিন্তু ভারসাম্য থাকতে হবে। বিচ্ছিন্নভাবে কোনও অধিকার প্রযোজ্য হয় না। সমস্যাটি দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা উচিত। প্রতিবাদীদের নির্দিষ্ট কিছু এলাকা বেছে দিতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লিমুখি মিছিল ও প্রতিবাদীদের আটকাতে ড্রোন থেকে লাগাতার কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তবে প্রবল বিরোধিতার মধ্যেও নিজেদের লক্ষ্যে অবিচল কৃষকরা।বুধবার এই দিল্লি অভিযান এর দ্বিতীয় দিন।