Rail blockade called in Punjab on Thursday to protest lathicharge on farmers
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের কাছে নিজেদের দাবিদাওয়ার পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দিল্লি অভিযান সফল করতে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল। মিছিল আটকাতে পাঞ্জাব-হরিয়ানা সীমানায় এলাকায় ব্যাপক কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। প্রতিবাদ মিছিল বুধবার দ্বিতীয় দিনেও পা দিয়েছে। বৃহস্পতিবার পঞ্জাব জুড়ে রেল অবরোধের ডাক দিল পঞ্জাবের কৃষকদের সবচেয়ে বড় সংগঠন ‘ইন্ডিয়ান ফার্মার্স ইউনিয়ন। কৃষকদের উপর কাঁদানে গ্যাস ছোড়া এবং লাঠিচার্জের প্রতিবাদে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে।