On the fifth day, farmers protested at Shambhu border
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পঞ্চম দিনে পড়ল শম্ভু সীমান্তে কৃষক বিক্ষোভ। পঞ্জাবের পাতিয়ালা জেলার শম্ভু রেলওয়ে স্টেশনের রেললাইনের ওপর কৃষকরা বসে থাকায় রবিবার আম্বালা-অমৃতসর রুটের প্রায় ৭৩টি ট্রেন বাতিল করা হয়েছে। আন্দোলন চলাকালীন হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিন কৃষকের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।রেল আধিকারিকরা জানিয়েছেন, রবিবার মোট ৭৩টি ট্রেন বাতিল করা হয়েছে।
গত পাঁচ দিন ধরে ট্রেন বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদের অসুবিধাও হচ্ছে। কৃষক আন্দোলনের জেরে বহু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাতিয়ালা জেলার শম্ভুতে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার ব্যানারে কৃষকরা বিক্ষোভ করছেন। উল্লেখ্য, বুধবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তের কাছে শম্ভুতে আম্বালা লুধিয়ানা-অমৃতসর রুটে রেললাইনে বসে ধৃত কৃষকদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তিন কৃষককে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।