December 2, 2024 12:17 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 12:17 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Face off Hyderabad – Punjab: মঙ্গলবার তৃতীয় জয়ের লক্ষে মুখোমুখি হায়দরাবাদ – পঞ্জাব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Aiming for a third win on Tuesday Face off Hyderabad – Punjab

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আইপিএল নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এখনো পর্যন্ত দুটি করে ম্যাচে জয় পেয়েছে এই দুই দল। গত ম্যাচে পাঞ্জাব দুরন্ত পারফরম্যান্স করেছে গুজরাটের বিপক্ষে হারা ম্যাচ কার্যত একার কাঁধেই জিতিয়ে দিয়েছিলেন শশাঙ্ক সিং । অবশ্য তাকে সঙ্গত দিয়েছিলেন আশুতোস শর্মা। পুরোটাই ছিল ব্যাক্তিগত কারিশমায়। তবে ওই যে বিষয়টি ব্যক্তিগত কারিশমা ছিল, দলগত সংহতি নয়। সেই কারণে শশাঙ্কের অর্ধশতরানের পরও তার দলের ডাগ আউট থেকে কেউ ন্যূনতম হাততালি পর্যন্ত দেয়নি। গত ম্যাচে ১১ রান করে প্রতি ওভারে দিয়েছেন কাজিসো রাবাদা, সিকান্দার রাজা, হার্শল পাটেলের মতো বোলাররা। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আইপিএলে ৩০০ রান করেও তা ডিপেন্ড করতে পারবে না পাঞ্জাব। ফলের টিম ম্যানেজমেন্ট বলেছেন ডেথ ওভারের ক্ষেত্রে সংযত বোলিং করতে। অন্যদিকে সংরইজার্স হায়দরাবাদ চেন্নাইকে গত ম্যাচে হারিয়েছে। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গাতেই আছে প্যাট কামিন্সের দল। এই ম্যাচে তারা ফেভারিট হিসেবেই শুরু করছে। এই ম্যাচেও গত ম্যাচের মত আশুতোষ, হেড ওপেনিং কম্বিনেশন রাখতে চলেছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top