October 8, 2024 5:27 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

October 8, 2024 5:27 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ex-judge Abhijit Ganguly relieved: শিক্ষকদের চাকরি বাতিল, সরব প্রাক্তন বিচারপতি

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Jobs of teachers canceled, ex-judge Abhijit Ganguly relieved

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাইকোর্টের রায়ের পরই তৃণমুলের যেমন অস্বস্তি শুরু হয়েছে, তেমনই যেন উৎসবের দিন বিজেপির কাছে। বিশেষ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপির প্রার্থী হওয়ায় হাইকোর্টের রায়কেও অনেকটা নিজেদেরই যেন রায় হিসেবে দেখছেন অনেকে। এরই মধ্যে তমলুকের বিজেপি প্রার্থী, যার হাত দিয়েই কার্যত এত অভিযোগ উঠে আসতে শুরু করে, যিনি মূলত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেদের বের করেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি বলছেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি এই সরকারকে থাকতে দিতেন না। পাশাপাশি বলছেন, এটা তাঁর কোনও ব্যক্তিগত লড়াই ছিল না, ফলে তিনি নিজের স্বস্তি পাচ্ছেন, এমন কোনও ব্যাপার নেই। কিন্তু যেভাবে অযোগ্যরা সরকার চালিয়ে যাচ্ছে তাতে তিনি বিরক্ত। মুখ্যমন্ত্রীরও বিরুদ্ধেও তিনি তোপ দেগেছেন এই বিষয় চুপ থাকার জন্য। অবশ্য তার এই সরকারকে না থাকতে দেওয়ার কথা মাঠে মধ্যেই তার দলের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা বলে থাকেন। বিজেপির নেতারাও মাঝে মধ্যে উস্কে দেন সরকার পরে যাওয়ার জল্পনা। যদিও একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের ধারে কাছে না থাকায় এবং সঠিক বিরোধী নেতার অভাবে, শিক্ষক দুর্নীতিকান্ডের পরেও তৃণমূলের খুব বেশি চাপ তৈরি করতে পেরেছে কিনা বিজেপি, তা নিয়ে প্রশ্ন আছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top