Employees will get 8.25 percent interest in EPF, Modi government’s big announcement before the election
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ইপিএফে বাড়ল সুদের হার। লোকসভা নির্বাচনের আগে চাকুরিজীবীদের সুখবর জানাল ইপিএফও। এবার থেকে ৮.২৫ শতাংশ সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এই কথা ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন । করোনা অতিমারির পর থেকেই চাকরিজীবীরা বারবার অসন্তোষ প্রকাশ করেছিলেন কেন সুদের হার বাড়ানো হচ্ছে না ইপিএফও-র তরফে। একাধিকবার এ বিষয়ে বৈঠক হয়েছিল কিন্তু সুদের হার বৃদ্ধি নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি। ইপিএফও। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের আমলে ইপিএফে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল। এরপর ২০২২-২৩ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। লোকসভা ভোটের আগে সম্ভবত তা আরও বাড়তে চলেছে।