The body of the engineering student floated in the pond, this incident has spread sensation in the area.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের মহামায়া তলার ইঞ্জিনিয়ারিং ছাত্র ৪দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধার করতে গিয়ে নরেন্দ্রপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা আক্রান্ত হন। পরিস্থিতি শান্ত হওয়ায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা ওই যুবক। ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। একাধিক জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের পক্ষ থেকে।
ঢালীপাড়ায় মৃত দেহ ভাসতে দেখে এলাকায় মানুষজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কিন্তু জনতার আক্রোশের পড়তে হয় পুলিশ আধিকারিকদের। নিষ্ক্রীয়তার অভিযোগ তোলা এলাকার বাসিন্দারা। পুলিশকে মারধরও করা হয় বলে অভিযোগ।কিন্তু কীভাবে ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে?