Supreme Court set deadline for SBI to disclose all details of electoral
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচনী বন্ড ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের তোপে পড়লো এসবিআই ব্যাংক। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। পাশাপাশি ফের নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ্যে আনার নির্দেশ স্টেট ব্যাঙ্ককে স্মরণ করিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। স্টেট ব্যাঙ্ককে বলা হয়েছে, তারা যেন অসম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা না করে।সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্টেট ব্যাঙ্কের উদ্দেশে বলেন, নির্বাচনী বন্ড নিয়ে আপনাদের কাছে থাকা সমস্ত তথ্য চাই। স্টেট ব্যাঙ্কের ভাবভঙ্গি এমন যে, প্রকাশ করতে বলা হচ্ছে তাই প্রকাশ করব। কিন্তু এটা ঠিক নয়। একই সঙ্গে সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ, তারা যে কোনও তথ্য না লুকিয়ে সব কিছু প্রকাশ করেছে, এমনটা জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শীর্ষ আদালতে হলফনামা জমা দিতে হবে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে। এসবিআই নতুন তথ্য জমা দিলে ফের তা সরকারি ওয়েবসাইটে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল এসবিআই। জানা গিয়েছে, বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল এবং তৃতীয় স্থানেbকংগ্রেস। তেলেঙ্গানার বিআরএসও কোটি টাকা আয় করেছে।তবে বন্ডের ইউনিক নম্বর এখনও প্রকাশ্যে আসেনি। সেই তথ্য প্রকাশ করতেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।