The IC of Baharampur police station was moved ahead of the fourth phase of Lok Sabha elections
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের আগে ফের অপসারিত পুলিশ অফিসার। বুধবার বহরমপুর থানার আইসিকে সরানোর নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। জানা গেছে, বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই এই অপসারণ।
কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।
আগামী ১৩মে বহরমপুর লোকসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীরের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। ভোটের আগে আইসির উদয় শংকর ঘোষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন।