Do not delay the percentage of votes, appeals Jayaram
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা আগেই জানিয়েছে বেশ কয়েকটি বিরোধী দল। সরাসরি আঙুল তুলতে না পারলেও ভোট মিটে যাওয়ার দশ দিন পরে ভোটের হার প্রকাশ করা নিয়ে তাঁরা সন্দেহ প্রকাশ করেছে। বলা ভালো ভুয়ো ভোটের সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। লোকসভার প্রথম দফার ভোটগ্রহণ হয় ১৯ এপ্রিল, কিন্তু সেদিনের ভোটগ্রহণের হার জানা যায় ৩০ এপ্রলি। এই ১১ দিনের মধ্যে কারচুপি হয়নি তো, ঘুরিয়ে এই প্রশ্নই তুলছে কংগ্রেস। সরাসরি না বললেও ইঙ্গিত তেমনটাই। এদিন এক পোস্টে কংগ্রেসের বর্ষিয়াণ নেতা জয়রাম রমেশ বলেন, তিনি এবং তাঁর দল আশা করছেন তৃতীয় দফার ভোটের হার দ্রুত প্রকাশ করবে কমিশন, আগেরবারের মতো বিলম্ব করবে না। উল্লেখ্য প্রথম এবং দুই দফাতেই সন্ধ্যা পর্যন্ত জানা গেছিল ভোটের হার ৬০ শতাংশের কাছাকাছি, কিন্তু আসল হার প্রকাশের পর দেখা যায় দুই পর্বের ক্ষেত্রে প্রায় ৫ শতাংশ ভোটের হার বেশি। অর্থাৎ ভোটের শেষ লগ্নে আদৌ এত ভোট পড়েছে কিনা সেই নিয়েই সন্দেহ প্রকাশ করেন তিনি। দ্বিতীয় দফার ভোটের হার নির্বাচনের চার দিন পর প্রকাশ করা হয়েছিল।