The commission is happy with the conduct of the polls in Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই এরাজ্যে তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। গতবার বিধানসভায় শিতলকুচিতে গুলি চালনার কথা সকলেরই জানা। এছাড়াও পঞ্চায়েতে বারবার প্রতিহিংসার ছবি ধরা পড়েছিল। বিরোধী এবং শাসক দুই দলেরই কর্মিদের খুন হতে হয়েছিল। কিন্তু এই লোকসভা নির্বাচনে রক্তপাতে এখনও পর্যন্ত অনেকটাই রাশ টানা গেছে, বাংলাকে দরাজ সার্টিফিকেট দিল কমিশন। মুর্শিদাবাদ, মালদহে বড় কোনও অশান্তি ছাড়াই ভোট করানোটা বড় চ্যালেঞ্জ ছিল কমিনেশনের কাছে, কারণ বরাবরই সেই এলাকায় অশান্তি হয়ে থাকে। কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশের সহায়তায় অশান্তি রোখা গেছে, তাই বাংলার নির্বাচন কমিশনারের কাজে নিজের সন্তষজনক প্রতিক্রিয়া দেন দেশের নির্বাচন কমিশনার। পরে দফাগুলোয় আরও ভালো ভোট করতে হবে বলেও জানান তিনি।