The commission did not delay in announcing the voter turnout in the fifth round.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফায় ভোটের হার প্রকাশ্যে আর দেরি করল না কমিশন। এর আগে বারবার বিরোধী কমিশনের কাছে আবেদন জানিয়েছিল যাতে প্রথম এবং দ্বিতীয় দফার মতো, ভোটের হার প্রকাশে বেশি দেরি করা না হয়। সুপ্রিম কোর্টেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। কেন এত সময় লেগে যাচ্ছে, সেই প্রশ্ন তোলা হয়েছিল। যদিও ২৪ ঘন্টার মধ্যে পঞ্চম দফার ভোটের হার প্রকাশ করে দিল কমিশন। এক্ষেত্রে বাংলায় বেশ ভালোই ভোট পড়েছে। আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৬২ শতাংশ, হুগলি জেলার হুগলি কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৩৬, এই গরমে যা যথেষ্টই ভালো বলে মনে করা হচ্ছে। বনগাঁতে ভোট পড়েছে ৮১.০৪ শতাংশ, উলুবেড়িয়াতে ভোট পড়েছে ৭৯.৭৮ শতাংশ, শ্রীরামপুরে ৭৬.৪৪ শতাংশ। ব্যারাকপুরে ভোট পড়েছে ৭৫.৪১ এবং হাওড়াতে ভোট পড়েছে ৭১.৭৩ শতাংশ।