BJP – Congress responded to the Election Commission
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে একে অপরের বিরুদ্ধে নিশানা করছে কংগ্রেস এবং বিজেপি। নির্বাচন কমিশনে দুই পক্ষই অভিযোগ জানিয়েছে একে অপরের বিরুদ্ধে নিয়ম না মানার। আদর্শ আচরণ বিধি ভঙ্গের জন্য দুই দলের শীর্ষ নেতার কাছে চিঠি পাঠিয়ে ছিল কমিশন। স্পষ্ট করেই তাঁদের কাছে জানতে চাওয়া হয় এবিষয়ে তাঁদের ঠিক কি মতামত। ইতিমধ্যেই বিজেপির তরফে জেপি নাড্ডা নির্বাচন কমিশনে তাঁদের উত্তর পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের তরফেও মল্লিকার্জুন খড়গে জানিয়েছে তাঁদের বক্তব্য নির্বাচন কমিনশনে। দুই দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেকটা একইরকম। বিজেপির দিকে ধর্মিয় মেরুকরণের অভিযোগ তুলেছিল কংগ্রেস। অন্যদিকে বিদ্বেষমূলক ভাষণের অভিযোগ জমা পড়ে কংগ্রেসের শীর্ষনেতার বিরুদ্ধে। দুই দলের প্রধানদের জবাব পাওয়ার পর, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।