July 27, 2024 11:47 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 11:47 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ED.. Where did Sandeshkhali tiger? সন্দেশখালি দখল কে নেবে? প্রশাসন নাকি রাজনৈতিক দল ?৫০পার! কোথায় গেল সন্দেশখালীর বাঘ? চিরুনি তল্লাশি শুরু ইডির

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

50 par! Where did Sandeshkhali tiger? The Enforcement Directorate started a comb search. A massive search operation is underway in the city and suburbs

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার প্রায় ৫০ দিন কেটে গেল এখনো পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাব বাদশা তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। শুক্রবার সকাল থেকেই শহরও শহরতলিতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। উত্তর ২৪ পরগনার বিরাটি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুন সেনগুপ্তর বাড়িতে চলছে তল্লাশি অভিযান।

ইডির পক্ষ থেকে আগেই লুকআউট নোটিশ জারি করা হয়েছিল তার পরেও এখনো পর্যন্ত সন্দেশখালীর বাঘের টিকি খুঁজে পাইনি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রাজ্যের তদন্তকারী সংস্থা। এদিন সকালে বাঁশদ্রনি থেকে শুরু করে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

উল্লেখ্য, বুধবার এবং বৃহস্পতিবার সকাল থেকেই ফের সন্দেশখালির রাস্তায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লঞ্চে চড়ে সকালেই সন্দেশখালি থেকে ধামাখালিতে পৌঁছন তিনি। “যারা আইন ভেঙেছে, তারা অবশ্যই গ্রেপ্তার হবে”, জানান ডিজি।
বুধবার সন্দেশখালীর হলিতে গলিতে ঘুরেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকাল থেকেই ফের এলাকা টহলদারি শুরু হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারেরে। লঞ্চে চড়ে সকালেই সন্দেশখালি থেকে ধামাখালিতে পৌঁছন তিনি। “যারা আইন ভেঙেছে, তারা অবশ্যই গ্রেপ্তার হবে”, জানান ডিজি। সন্দেশখালিতে দাঁড়িয়ে ডিজি বলেন, “মানুষের প্রতি কর্তব্য করছি আমরা। ঘুরে ঘুরে প্রত্যেক মানুষের কথা শোনা হবে। সমস্যা শুনে সমাধান করব। যারা আইন ভেঙেছে তারা সকলে অবশ্যই গ্রেপ্তার হবে।” সাধারণ মানুষের কাছে ডিজির অনুরোধ, “কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। নিজের হাতে আইন নেবেন না।” তাহলে কি পুলিশের খাতায় ফেরার সন্দেশখালি বেতার বাদশা শেখ শাহাজানকে এবার কি তাহলে হেফাজতে নেবে, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top