ED summons to Mukul Roy, what did his son Shubrangshu say?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মুকুল রায়কে তলব। তলব করল ইডি। অ্যালকেমিস্ট মামলায় মুকুল রায়কে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। দিল্লিতে ইডির দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে এই সপ্তাহে না কি পরের সপ্তাহ তা এখনও স্পষ্ট নয়। ইডির তলব নিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় জানান, বাবার শারীরিক অবস্থা ভাল নয়। কিছুই মনে রাখতে পারছেন না। তাঁর পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। যদি ইডি আধিকারিকেরা বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে চান, তাহলে সব রকম সহযোগিতা করা হবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]