MP Deb came out of the ED office after 8 and a half hours of interrogation
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বুধবার গরুপাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল দিল্লির ইডির দফতরে। সকাল ১১টায় পৌঁছে যান ইডির সদর দফতরে। সেখান থেকে বেরোন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ।
ইডির সদর দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি বেশিক্ষণ দাঁড়ালেন না দেব। সামান্য কিছু কথার উত্তর দিয়েই বিমানবন্দরের দিকে রওনা দিলেন। তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, হাসি মুখে গিয়েছি, হাসি মুখে ফিরলাম। আমি চুরি করিনি। তাই ভয়ের কোনও কারণ নেই। আমি আগেই বলেছি, যত বার ডাকবে, তত বার আসব। দেব জানিয়েছেন, আপাতত তাঁকে আর ডাকা হয়নি।
তারপরেই দেব গাড়িতে ঢুকে পড়েন। বুধবার রাতেই তিনি কলকাতায় ফিরছেন। ইডি দফতর থেকে সরাসরি বিমানবন্দরের দিকে যায় তাঁর গাড়ি। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রে, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। সেই কারণে তাঁকে ডাকা হয়েছিল বলে মনে করা হচ্ছে।