Dev appears at ED headquarters, Trinamool MP faces questioning in cow smuggling case
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ইডির সদর দফতরে হাজির হলেন তৃণমূল সাংসদ দেব। গরুপাচার মামলায় তাঁকে দিল্লির অফিসে তলব করা হয়। সকাল ১১টায় ইডির সদর দফতরে পৌঁছে যান দেব। বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। তিনি জানান, তদন্তে পুরো সহযোগিতা রয়েছে তাঁর।ইডির সদর দফতরে যাবেন বলে শুটিং বাতিল করেছেন। কোনও অপরাধ করেননি,যত বার ইডি ডাকবে, আসব, এমনটাই দাবি করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে দেবকে ডাকা হয়। সিবিআই সূত্রে, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। তাই তাঁকে ডেকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ২০২৩ সালে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। হিরণ অভিযোগ করেন, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ। তবে দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। দেব বলেন, তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ। বুধবারও একই প্রশ্ন করা হয় দেবকে, তিনি স্পষ্ট জবাব দেননি। এই প্রেক্ষিতেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল।