ED summons Dev again in Delhi in financial embezzlement case on Wednesday, February 21
jরাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী ২১ ফেব্রুয়ারি ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলায় তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। দেবের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, দেব ইডির দফতরে যাবেন। এর আগেও তিনি গেছেন। এর আগেও তদন্তে সহযোগিতা করেছিলেন। যত বার ডেকে পাঠানো হবে, সহযোগিতা করবে দেব।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। সেই কারণে তাঁকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়েছিল। দেবের বিরুদ্ধে ২০২৩ সালে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ।
সম্প্রতি দেবের রাজনীতি ছেড়ে দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। তারপরেই গত ১২ ফেব্রুয়ারি, সোমবার আরামবাগে সরকারি কর্মসূচিতে মমতার সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল দেবকে। শীর্ষনেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে, আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেব, তখনই তাঁকে সমন পাঠাল ইডি।